হোম > অর্থনীতি

লোকসানি শেয়ারের অস্বাভাবিক উত্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুঁজিবাজারে তালিকাভুক্ত লোকসানি ও দুর্বল ভিত্তির আটটি কোম্পানির শেয়ারের দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বেড়েছে। মাত্র দুই মাসের ব্যবধানে এসব শেয়ারের দাম সর্বনিম্ন ৪৬ থেকে সর্বোচ্চ ২৪১ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিষয়টিকে অস্বাভাবিক বলে মনে করছে স্টক এক্সচেঞ্জ ও সংশ্লিষ্টরা। এ নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। তবে কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট কোম্পানিগুলো জানিয়েছে, এ ধরনের মূল্যবৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য-সংবেদনশীল তথ্য নেই।

বিশেষজ্ঞদের মতে, এই অস্বাভাবিক বৃদ্ধির কারণ খতিয়ে দেখা জরুরি; কারসাজি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নিতে হবে। পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্য অধ্যাপক আল-আমিন বলেন, ‘এসব শেয়ারে যাঁরা বিনিয়োগ করছেন, তাঁরা নিজেরাই ভালো জানেন, কেন করছেন। নিয়ন্ত্রক সংস্থার উচিত মূল্যবৃদ্ধি খতিয়ে দেখা। তা না হলে মানুষ মনে করবে, অবস্থার কোনো পরিবর্তন নেই। বেপরোয়াভাবে শেয়ারের দর বাড়লে নজরদারিতে রাখা উচিত। কারসাজি পেলে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি।’

মূল্যবৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো—জিকিউ বলপেন, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড (আইএসএন), সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস, দুলামিয়া কটন স্পিনিং মিলস, মনোস্পুল বাংলাদেশ, মাগুরা মাল্টিপ্লেক্স, সমতা লেদার কমপ্লেক্স ও বিকন ফার্মাসিউটিক্যালস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সতর্কবার্তা প্রকাশের পর এসব কোম্পানির শেয়ারে বিক্রির চাপ বাড়তে শুরু করেছে, ফলে দাম কিছুটা কমেছে; তবুও সাম্প্রতিক উল্লম্ফন নজরকাড়া।

তথ্যমতে, সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি ঘটেছে লোকসানি জিকিউ বলপেনের শেয়ারে। ২০২০ সাল থেকে ধারাবাহিক লোকসান করা কোম্পানিটির শেয়ারের দর ২৩ জুন ছিল ১৫৯ টাকা ৮০ পয়সা, যা দুই মাসের ব্যবধানে ৪০১ টাকায় ওঠে; বৃদ্ধি ২৪১ টাকা ২০ পয়সা বা ১৫১ শতাংশ; সর্বশেষ দর ৪০০ টাকা ৭০ পয়সা। ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের শেয়ারের দর ৭ আগস্ট ৪২ টাকা ২০ পয়সা থেকে মাত্র ১৫ কার্যদিবসে ২৮ আগস্ট ১০৫ টাকা ৭০ পয়সায় পৌঁছায়; বৃদ্ধি ৬৩ টাকা ৫০ পয়সা বা প্রায় ১৫০ দশমিক ৪৭ শতাংশ। সমতা লেদার কমপ্লেক্সের দর ২৭ এপ্রিল ৪২ টাকা ৮০ পয়সা থেকে সোমবার ১১৫ টাকা ৭০ পয়সা পর্যন্ত উঠেছিল; পরে কিছুটা কমে এখন ১০৭ টাকা ৭০ পয়সা। সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলসের শেয়ারের দর ২২ জুন ১৩৪ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ হয় ২৮০ টাকা ৭০ পয়সা; মোট বৃদ্ধি ১৪৬ টাকা ৪০ পয়সা। ‘জেড’ ক্যাটাগরির দুলামিয়া কটন স্পিনিং মিলসের শেয়ার ২৩ জুন ৬৫ টাকা ৩০ পয়সা থেকে রোববার ১১৩ টাকা ৬০ পয়সায় ওঠে; বর্তমানে কিছুটা কমে ১১২ টাকা ১০ পয়সা। মনোস্পুল বাংলাদেশের শেয়ার ২৮ মে ৭৫ টাকা ৪০ পয়সা থেকে রোববার ১২৪ টাকায় পৌঁছায়; বৃদ্ধি ৪৮ টাকা ৬০ পয়সা, এখন ১১৮ টাকা ৫০ পয়সা। মাগুরা মাল্টিপ্লেক্সের শেয়ার ২৯ এপ্রিল ৬৭ টাকা ৬০ পয়সা থেকে রোববার ১১৪ টাকা (বৃদ্ধি ৪৬ টাকা ৪০ পয়সা); সর্বশেষ বৃহস্পতিবার ১১০ টাকা ৭০ পয়সা। বিকন ফার্মাসিউটিক্যালসের শেয়ার ১৫ মে ৯৩ টাকা ২০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ বৃহস্পতিবার ১৪২ টাকা ৮০ পয়সা; বৃদ্ধি ৪৯ টাকা ৬০ পয়সা।

বেসরকারি পরিচালনায় পানগাঁও কনটেইনার টার্মিনালের কার্যক্রম ফের শুরু

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

সৌদি আরবে স্বর্ণের বিশাল ভান্ডার, নতুন করে ২ লাখ ২১ হাজার কেজির সন্ধান

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি: মার্কিন বলয় থেকে কেন বেরোতে চায় কানাডা

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত

বন্ধ ও লভ্যাংশহীন কোম্পানির জন্য হচ্ছে ‘আর’ ক্যাটাগরি

পাঁচ ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশ-নেপাল বাণিজ্য চুক্তি চূড়ান্তের পথে

ব্যবসায়িক সংগঠনের সনদ দেওয়ার ক্ষমতা থাকছে না