হোম > সারা দেশ > রংপুর

ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

চাচা শ্বশুরের বাড়ি থেকে স্ত্রীকে আনতে না পেরে ফেসবুক লাইভে এসে বিষপান করে আত্মহত্যা করেছেন ইমরোজ হোসেন রনি (৩০) নামে এক যুবক। শনিবার সকালে রনি রংপুরের পীরগাছার ছাওলা ইউনিয়নের নিজ বাড়িতে বিষ পান করেন। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান তিনি। 

ছাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন এবং রনির চাচা মিন্টু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত রনির চাচা মিন্টু মিয়া জানান, রনি ৪ বছর আগে পশ্চিম হাগুরিয়া হাসিম গ্রামের বাদল মিয়ার মেয়ে শামীমা ইয়াসমিন সাথীকে বিয়ে করেন। শাকিব রিশাদ নামে দুই বছরের এক সন্তানও রয়েছে তাঁদের। 

মিন্টু মিয়া আরও জানান, গত কয়েক দিন থেকে রনির কাছে দেনমোহরের ৫ লাখ টাকা ও তাঁর বাবা-মায়ের ভরণপোষণ দাবি করছিল স্ত্রী সাথী। এ মনোমালিন্যের একপর্যায়ে কাউকে কিছু না বলে গত বুধবার পার্শ্ববর্তী রতনপুর গ্রামে চাচা মুকুল মিয়ার বাড়িতে চলে যান সাথী। শনিবার সকালে চাচা শ্বশুরের বাড়ি থেকে স্ত্রীকে আনতে গিয়ে ব্যর্থ হয়ে ফেসবুক লাইভে আসেন রনি। 

লাইভে তিনি বলেন, ‘আমার স্ত্রী আমাকে না বলে ৩ দিন আগে তাঁর চাচা মুকুল মিয়ার বাড়িতে চলে যায়। আমি আনতে গেলে তারা আমার নিকট দেনমোহরের ৫ লাখ টাকা দাবি করে। আমি এখন ফেসবুক লাইভে বিষপানে আত্মহত্যা করব। আমার মৃত্যুর জন্য আমার স্ত্রী, শ্বশুর, চাচা শ্বশুর ও ভায়রা এমদাদুল হক দায়ী।’ এর পর রনি একটি সাদা বোতলের মুখ খুলে ‘বিষ’পান করেন। 

এ সময় তাঁর সঙ্গে এক কিশোরকে দেখা যায়। কিন্তু তাঁর পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। 

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, ‘ওই যুবক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ফেসবুক লাইভে এসে আত্মহত্যার বিষয়টি খোঁজখবর করা হচ্ছে।’ 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ