হোম > সারা দেশ > রংপুর

ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

চাচা শ্বশুরের বাড়ি থেকে স্ত্রীকে আনতে না পেরে ফেসবুক লাইভে এসে বিষপান করে আত্মহত্যা করেছেন ইমরোজ হোসেন রনি (৩০) নামে এক যুবক। শনিবার সকালে রনি রংপুরের পীরগাছার ছাওলা ইউনিয়নের নিজ বাড়িতে বিষ পান করেন। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান তিনি। 

ছাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন এবং রনির চাচা মিন্টু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত রনির চাচা মিন্টু মিয়া জানান, রনি ৪ বছর আগে পশ্চিম হাগুরিয়া হাসিম গ্রামের বাদল মিয়ার মেয়ে শামীমা ইয়াসমিন সাথীকে বিয়ে করেন। শাকিব রিশাদ নামে দুই বছরের এক সন্তানও রয়েছে তাঁদের। 

মিন্টু মিয়া আরও জানান, গত কয়েক দিন থেকে রনির কাছে দেনমোহরের ৫ লাখ টাকা ও তাঁর বাবা-মায়ের ভরণপোষণ দাবি করছিল স্ত্রী সাথী। এ মনোমালিন্যের একপর্যায়ে কাউকে কিছু না বলে গত বুধবার পার্শ্ববর্তী রতনপুর গ্রামে চাচা মুকুল মিয়ার বাড়িতে চলে যান সাথী। শনিবার সকালে চাচা শ্বশুরের বাড়ি থেকে স্ত্রীকে আনতে গিয়ে ব্যর্থ হয়ে ফেসবুক লাইভে আসেন রনি। 

লাইভে তিনি বলেন, ‘আমার স্ত্রী আমাকে না বলে ৩ দিন আগে তাঁর চাচা মুকুল মিয়ার বাড়িতে চলে যায়। আমি আনতে গেলে তারা আমার নিকট দেনমোহরের ৫ লাখ টাকা দাবি করে। আমি এখন ফেসবুক লাইভে বিষপানে আত্মহত্যা করব। আমার মৃত্যুর জন্য আমার স্ত্রী, শ্বশুর, চাচা শ্বশুর ও ভায়রা এমদাদুল হক দায়ী।’ এর পর রনি একটি সাদা বোতলের মুখ খুলে ‘বিষ’পান করেন। 

এ সময় তাঁর সঙ্গে এক কিশোরকে দেখা যায়। কিন্তু তাঁর পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। 

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, ‘ওই যুবক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ফেসবুক লাইভে এসে আত্মহত্যার বিষয়টি খোঁজখবর করা হচ্ছে।’ 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ