হোম > সারা দেশ > রংপুর

জামানত হারাচ্ছেন নৌকার ডালিয়া

মারুফ কিবরিয়া, রংপুর থেকে

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে হেরে জামানত হারাতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি ছাড়া আরও ৯ প্রার্থী জামানত হারাচ্ছেন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো প্রার্থী যদি প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পান, সে ক্ষেত্রে তাঁর জামানত বাজেয়াপ্ত হওয়ার বিষয়টি আইনে আছে। আমি এখন বাইরে। তাই বিস্তারিত বলতে পারছি না।’

এর আগে গতকাল মঙ্গলবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। এই নির্বাচনে মোট ভোট পড়ে ২ লাখ ৮০ হাজার ৯৭২টি বা ৬৫ দশমিক ৮৮ শতাংশ। এতে জাতীয় পার্টির মুস্তাফিজুর রহমান মোস্তফা ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান জামান পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া পেয়েছেন ২২ হাজার ৩০৬টি বা ৭ দশমিক ৯৪ শতাংশ ভোট। তিনি যদি ২২ হাজার ৪৭৮ ভোট পেতেন, তাহলে জামানত ফেরত পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারতেন। ১৭২ ভোটের জন্য জামানত হারাতে যাচ্ছেন তিনি।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচনী বিধিমালা ২০১০-এর ৪৪ নম্বর ধারায় বলা আছে, ‘কোনো প্রার্থী নির্বাচনে প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ (আট ভাগের এক ভাগ ভোটের কম) অপেক্ষা কম ভোট পেলে তাঁর জামানতের টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে।’

জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান (১০৫৪৯ ভোট), জাকের পার্টির খোরশেদ আলম (৫৮০৯ ভোট), খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল (২৮৬৪ ভোট), স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান (২৬৭৯ ভোট) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী শরিফার রহমান (৫১৫৬ ভোট) জামানত হারাতে যাচ্ছেন।

উল্লেখ্য, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট। তিনি তাঁর জামানত ফেরত পাবেন। 

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড