হোম > সারা দেশ > লালমনিরহাট

শ্রমিক দিবসে দাবি আদায়ে বুড়িমারী স্থলবন্দরে মানববন্ধন-সমাবেশ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

আন্তর্জাতিক শ্রমিক দিবসে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে সাধারণ শ্রমিকদের দাবি আদায়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। পাঁচ দফা দাবি বাস্তবায়নে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়। 

আজ সোমবার দুপুরে বুড়িমারী স্থলবন্দর-পাটগ্রাম মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বুড়িমারী বাজার মসজিদের পাশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য দেন বুড়িমারী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য ও বুড়িমারী সাধারণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সামছুল হুদা, সহসভাপতি সাজ্জাদ হোসেন, জামিয়াল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

সমাবেশে শ্রমিকেরা পাঁচ দফা দাবিগুলো হলো শ্রমিকদের বিভিন্ন দল ও সংগঠন পরিচালনাকারী ২৪ জন শ্রমিক সর্দার বুড়িমারী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সদস্যদের প্রায় ৪৪ কোটি টাকা আত্মসাৎ করেছে। অবিলম্বে সর্দারদের পদত্যাগ ও আহ্বায়ক  কমিটি গঠন, প্রয়োজনীয় সময়ে নির্বাচনের মাধ্যমে সংগঠনের কমিটি গঠন, নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব প্রদান, সাধারণ শ্রমিকদের পাওনা টাকা ফেরত এবং আন্দোলনকারী সাধারণ শ্রমিকদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার।

এর আগে বেলা ১১টায় ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বুড়িমারী স্থলবন্দর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন বুড়িমারী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ শ্রমিকেরা। এতে কয়েক হাজার শ্রমিক অংশ নেন।

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার