হোম > সারা দেশ > রংপুর

সেপটিক ট্যাংকের মাটি খুঁড়তে গিয়ে চাপা পড়লেন ৩ শ্রমিক, একজনের মৃত্যু

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় সেপটিক ট্যাংক স্থাপনের জন্য গর্ত খুঁড়তে গিয়ে মাটিচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম (৩৫) উপজেলার তাম্বুলপুর কানিপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা প্রায় দেড় ঘণ্টার পর ১৫ ফুট মাটির নিচ থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার পাওটানাহাট মাস্টারপাড়ায় সাইয়েদুল ইসলামের নির্মাণাধীন বাড়িতে ওই তিন শ্রমিক মাটির গভীরে টয়লেটের রিং স্ল্যাব বসানোর জন্য গর্ত খুঁজছিলেন। বেলা ২টার দিকে আকস্মিক মাটি ধসে চাপা পড়েন তাঁরা।

এ সময় এলাকাবাসী ওপরে থাকা দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে রংপুর ও পীরগাছা ফায়ার সার্ভিসের দুটি টিম দেড় ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে ১৫ ফুট মাটির নিচ থেকে সাইফুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় পীরগাছা থানা-পুলিশ তাঁদের সহায়তা করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুরের উপপরিচালক বাদশা মাসউদ আলম বলেন, ‘খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাই। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ উদ্ধার অভিযানে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং অপর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত