হোম > সারা দেশ > রংপুর

সেপটিক ট্যাংকের মাটি খুঁড়তে গিয়ে চাপা পড়লেন ৩ শ্রমিক, একজনের মৃত্যু

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় সেপটিক ট্যাংক স্থাপনের জন্য গর্ত খুঁড়তে গিয়ে মাটিচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম (৩৫) উপজেলার তাম্বুলপুর কানিপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা প্রায় দেড় ঘণ্টার পর ১৫ ফুট মাটির নিচ থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার পাওটানাহাট মাস্টারপাড়ায় সাইয়েদুল ইসলামের নির্মাণাধীন বাড়িতে ওই তিন শ্রমিক মাটির গভীরে টয়লেটের রিং স্ল্যাব বসানোর জন্য গর্ত খুঁজছিলেন। বেলা ২টার দিকে আকস্মিক মাটি ধসে চাপা পড়েন তাঁরা।

এ সময় এলাকাবাসী ওপরে থাকা দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে রংপুর ও পীরগাছা ফায়ার সার্ভিসের দুটি টিম দেড় ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে ১৫ ফুট মাটির নিচ থেকে সাইফুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় পীরগাছা থানা-পুলিশ তাঁদের সহায়তা করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুরের উপপরিচালক বাদশা মাসউদ আলম বলেন, ‘খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাই। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ উদ্ধার অভিযানে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং অপর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

গঙ্গাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনের বিএনপিতে যোগদান

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা