হোম > সারা দেশ > রংপুর

শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, যুবকের বাড়িতে আগুন

মিঠাপুকুর, (রংপুর) প্রতিনিধি

মিঠাপুকুরে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ। ছবি: আজকের পত্রিকা

রংপুরের মিঠাপুকুরে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফজলু মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিক্ষুব্ধ জনতা ওই যুবকের বাড়িতে অগ্নিসংযোগ করে কয়েকটি গাছ কেটে ফেলে।

আজ রোববার উপজেলার শ্রীপুর গ্রামে এই ঘটনা ঘটে।

এদিকে গাছ কাটা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মিঠাপুকুর থানার এক পুলিশ পরিদর্শককে একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখে জনতা। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তাঁকে মুক্ত করা হয়।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, স্ত্রী বাড়িতে না থাকায় ফজলু মিয়া একাই বাস করতেন। এই সুযোগে সকালে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে বালুচাপা দিয়ে রাখেন তিনি।

জানা যায়, সকালে উপজেলার বালুয়ামাসিমপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আরিফুল ইসলাম আট বছরের কন্যাশিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে প্রতিবেশী ফজলু মিয়ার বাড়ির ভেতরে বালুচাপা দিয়ে রাখা শিশুটির মরদেহের খোঁজ পান।

মিঠাপুকুরে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ। ছবি: আজকের পত্রিকা

ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ফজলুকে আটক করে এবং তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে কয়েকটি গাছ কেটে ফেলে। গ্রামের বাসিন্দারা শিশুহত্যার অভিযোগে ফজলু মিয়ার ফাঁসির দাবি জানান।

খবর পেয়ে মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিকসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক ফজলু মিয়াকে হেফাজতে নেয়। এ সময় তিনি গাছ কাটা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তোপের মুখে পড়েন। অবস্থা বেগতিক দেখে তিনি একটি বাড়িতে আশ্রয় নেন। স্থানীয় লোকজন তাঁকে ওই বাড়িতে অবরুদ্ধ করে রাখেন।

এ সময় শিশুটির বাবা–মা বিলাপ করে বলেন, ‘এত মানুষ কারও নজরোত পড়ল না। ফজলু জানোয়ার মোর কলিজার ধনকে এভাবেই মেরে ফেলল।’

তহিদুল নামের এক ব্যবসায়ী বলেন, হিংস্র পশু ছাড়া এমন নিষ্ঠুরভাবে কেউ কাউকে খুন করতে পারে না। এসব কেয়ামতের আলামত বলে তিনি মন্তব্য করেন।  

এ বিষয়ে বালুয়ামাসিমপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. শাজাহান বলেন, এখন থেকে ১৫ মিনিট আগে অবরুদ্ধ অবস্থা থেকে পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিককে মুক্ত করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। সিআইডির একটি দলও ঘটনাস্থলে গিয়েছিল।

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন