হোম > সারা দেশ > নীলফামারী

কোটি টাকার সড়ক টেকেনি এক মাসও

মাসুদ পারভেজ রুবেল, ডিমলা (নীলফামারী)

নির্মাণের এক মাসের মাথায় ভেঙে গেছে সড়ক। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি নির্মাণে ধুলামিশ্রিত নিম্নমানের স্থানীয় পাথর, মাটিযুক্ত বালু এবং পরিমাণে কম ও নিম্নমানের রড ব্যবহার করা হয়েছে।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলার বাবুরহাট-শুটিবাড়ি সড়কে ২৭৮ মিটার আরসিসি ঢালাইয়ের কাজ পায় নীলফামারীর সাত্তার ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে বরাদ্দ দেওয়া হয় ১ কোটি ৪ হাজার টাকা। কাজ শেষ হয় এক মাস আগে।

সরেজমিনে দেখা গেছে, সড়কের কোথাও উঁচু আবার কোথাও নিচু, কোথাও পাথর উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দের। আরসিসি ঢালাইয়ের সম্প্রসারণ জয়েন্টগুলো আঁকাবাঁকা ও উঁচু-নিচু।

স্থানীয় বাসিন্দা আবু ইউসুফ বলেন, সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ঢালাইয়ের কাজ করায় ফাটল দেখা দিয়েছে।

মনিরুল হোসেন নামের এক ট্রাকচালক বলেন, সড়কটি একপাশে ঢালু। যানবাহনের চাকার ঘষায় পাথর উঠে যাচ্ছে।

জানতে চাইলে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগটি অস্বীকার করেছেন ঠিকাদার শাহ মুন। এ ঘটনার জন্য তিনি চটের বস্তার ওপর দায় চাপিয়েছেন।

মুন বলেন, ঢালাইয়ের পর চটের বস্তা বিছিয়ে সড়কে পানি দিতে হয়। যান চলাচলের কারণে দু-একটা জায়গায় বস্তা সরে পানি কম পড়ায় এ সমস্যা হয়েছে। এটি দ্রুত সংস্কার করা হবে বলে জানান তিনি।

নিম্নমানের কাজের অভিযোগ ওঠার বিষয়ে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম। তিনি এই প্রতিবেদককে বলেন, ‘আপনার যা ইচ্ছা আমার বিরুদ্ধে লেখেন।’

জেলা নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান বলেন, সরেজমিন পরিদর্শন করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

গঙ্গাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিএনপিতে যোগদান

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা