হোম > সারা দেশ > নীলফামারী

কোটি টাকার সড়ক টেকেনি এক মাসও

মাসুদ পারভেজ রুবেল, ডিমলা (নীলফামারী)

নির্মাণের এক মাসের মাথায় ভেঙে গেছে সড়ক। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি নির্মাণে ধুলামিশ্রিত নিম্নমানের স্থানীয় পাথর, মাটিযুক্ত বালু এবং পরিমাণে কম ও নিম্নমানের রড ব্যবহার করা হয়েছে।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলার বাবুরহাট-শুটিবাড়ি সড়কে ২৭৮ মিটার আরসিসি ঢালাইয়ের কাজ পায় নীলফামারীর সাত্তার ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে বরাদ্দ দেওয়া হয় ১ কোটি ৪ হাজার টাকা। কাজ শেষ হয় এক মাস আগে।

সরেজমিনে দেখা গেছে, সড়কের কোথাও উঁচু আবার কোথাও নিচু, কোথাও পাথর উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দের। আরসিসি ঢালাইয়ের সম্প্রসারণ জয়েন্টগুলো আঁকাবাঁকা ও উঁচু-নিচু।

স্থানীয় বাসিন্দা আবু ইউসুফ বলেন, সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ঢালাইয়ের কাজ করায় ফাটল দেখা দিয়েছে।

মনিরুল হোসেন নামের এক ট্রাকচালক বলেন, সড়কটি একপাশে ঢালু। যানবাহনের চাকার ঘষায় পাথর উঠে যাচ্ছে।

জানতে চাইলে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগটি অস্বীকার করেছেন ঠিকাদার শাহ মুন। এ ঘটনার জন্য তিনি চটের বস্তার ওপর দায় চাপিয়েছেন।

মুন বলেন, ঢালাইয়ের পর চটের বস্তা বিছিয়ে সড়কে পানি দিতে হয়। যান চলাচলের কারণে দু-একটা জায়গায় বস্তা সরে পানি কম পড়ায় এ সমস্যা হয়েছে। এটি দ্রুত সংস্কার করা হবে বলে জানান তিনি।

নিম্নমানের কাজের অভিযোগ ওঠার বিষয়ে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম। তিনি এই প্রতিবেদককে বলেন, ‘আপনার যা ইচ্ছা আমার বিরুদ্ধে লেখেন।’

জেলা নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান বলেন, সরেজমিন পরিদর্শন করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড