হোম > সারা দেশ > গাইবান্ধা

বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: রিপন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

বিএনপি ‘নৈরাজ্য’ সৃষ্টি করলে আওয়ামী লীগ এর দাঁতভাঙা জবাব দেবে বলে মন্তব্য করেছেন গাইবান্ধা-৫ আসনের (সাঘাটা-ফুলছড়ি) সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান রিপন। 

আজ শনিবার সাঘাটা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

মাহমুদ হাসান রিপন বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপি, জামায়াত আবারও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে, আওয়ামী লীগও বসে বসে তামাশা দেখবে না। জনগণকে সঙ্গে নিয়ে এবার তাদের নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’ 

সংসদ সদস্য রিপন আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন চায় না, তারা দেশকে ধ্বংস করতে চায়। দেশের উন্নয়ন সহ্য করতে না পেরে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র করছে। গত ১০ ডিসেম্বর দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু আওয়ামী লীগের অবস্থান দেখে তারা ব্যর্থ হয়েছে। এখন আবার আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে। কিন্তু তাদের এই অপরাজনীতি সফল হতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

সাঘাটা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম সামশীল আরেফিন টিটুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মোখলেছুর রহমানের সঞ্চালনায় শান্তি সমাবেশে মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার রুবেল, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মোকছেদুল হাসান সাজু, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, প্রচার সম্পাদক মৃণাল কান্তি, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন সাব্বির, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক লিটন প্রমুখ। 

এ ছাড়া সমাবেশে উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। 

 

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার