হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ক্রাচে ভর দেওয়া বৃদ্ধকে দেড় ঘণ্টা দাঁড় করিয়ে রাখলেন সরকারি চিকিৎসক 

ঠাকুরগাঁও প্রতিনিধি

দুই হাতে ক্রাচে ভর করে ঠাকুরগাঁও সদরের আদর্শ কলোনি থেকে কানের চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন বৃদ্ধ নুর ইসলাম। দুটি পায়ের অনুভূতি শক্তি হারানো এই বৃদ্ধ দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর চিকিৎসকের শরণাপন্ন হন। এ সময় ওই চিকিৎসকের সামনে একজন ম্যাটস শিক্ষার্থী বসে থাকলেও এ বৃদ্ধকে বসতে দেননি তিনি।

আজ সোমবার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের বর্হিবিভাগে এমন দৃশ্য দেখা যায়।

শুধু বৃদ্ধ নুর ইসলাম নন। সেবা নিতে আসা সব রোগীকেই দাঁড় করিয়ে রেখেই ব্যবস্থাপত্র লিখেন বলে অভিযোগ নাক-কান ও গলা বিশেষজ্ঞ ডা. শেখ মাসুদের বিরুদ্ধে। যদিও তাঁর চেম্বারে রোগীদের বসার জন্য নির্ধারিত চেয়ার রয়েছে।

চিকিৎসক দেখানোর পর ৭৫ বছর বয়সী বৃদ্ধ নুর ইসলাম আজকের পত্রিকা’কে বলেন, ‘দুই পায়ে ক্রাচে ভর করে অনেক কষ্টের পর ডাক্তার দেখাতে পেরেছি। দাঁড় করিয়ে রেখে চিকিৎসা দিলেও এসব কথা হাসপাতালে বলা যাবে না। কষ্ট হয়, তবুও কিছু করার নেই।’

রোগীদের দাঁড় করিয়ে ব্যবস্থাপত্র দেওয়ার কারণ জানতে চাইলে ডা. শেখ মাসুদ বলেন, ‘এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে জিজ্ঞাসা করুন, তিনি বলতে পারবেন।’

এ প্রসঙ্গে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম বলেন, ‘রোগীদের দাঁড় করিয়ে রেখে চিকিৎসকেরা চিকিৎসা দেবেন, এটি কাঙ্ক্ষিত না। বসে থেকে চিকিৎসকের কাছ থেকে সেবা নিবে, এটাই হওয়া উচিত। শুধু একটি চেম্বারে না, সবগুলো চেম্বারে রোগীদের বসে ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে কি না এ বিষয়টি খতিয়ে দেখা হবে।’

আরও খবর পড়ুন:

গঙ্গাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনের বিএনপিতে যোগদান

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা