হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রামে শয়নকক্ষ থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার 

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে শয়নকক্ষ থেকে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের রসুলপুরের চর কুমরের বস গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম সাজিরণ বেওয়া (৭৫)। তিনি চর কুমরের বস গ্রামের মৃত উমর আলীর স্ত্রী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করছেন।

ঘোগাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পুলিশ জানায়, নিহত বৃদ্ধা দুই ছেলে ও পুত্রবধূদের নিয়ে এক বাড়িতেই থাকতেন। গতকাল মঙ্গলবার পুত্রবধূসহ এক ছেলে শ্বশুরবাড়িতে ছিলেন। আরেক ছেলে কাজের সূত্রে ঢাকায় আছেন। মঙ্গলবার রাতে খাওয়া শেষে তিনি নিজ ঘরে একাই ঘুমাতে যান। রাতের কোনো এক সময়ে কে কারা বৃদ্ধার ঘরে ঢুকে তাঁকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে।

বাড়িতে থাকা বৃদ্ধার পুত্রবধূ আফরোজার বরাতে ওসি মাসুদুর রহমান জানান, বৃদ্ধার সঙ্গে কারও বিরোধ ছিল না। তাঁর কাছে গরু ও ধান বিক্রির টাকা ছিল। সেই টাকা তিনি নিজের কাছেই রাখতেন। এই টাকার জন্য কেউ তাঁকে হত্যা করে থাকতে পারে।

ওসি আরও বলেন, বিষয়টি পুলিশ যাচাই করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ