গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দণি ধোপাডাঙ্গা গ্রামের ইন্দ্রারপাড় নামক স্থানে পাকিরের তল পাতারি কালি মন্দিরে এ ঘটনা ঘটেছে। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে আলামত জব্দ করেছেন থানা-পুলিশ।
ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোখলেছুর রহমান রাজু বলেন, মঙ্গলবার গভীর রাতে ওই মন্দিরের চারটি প্রতিমা ভেঙে ফেলেন দুর্বৃত্তরা। এরপর তাতে আগুন ধরিয়ে দেন তাঁরা। এ সময় স্থানীয় দুই যুবক আগুন দিয়ে পুড়িয়ে ফেলার দৃশ্য দেখে ফেলেন। তাঁদের হুমকি দিলে তাঁরা সেখান থেকে সরে যান। পরে ভক্তরা এসে আগুন নেভায়। ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে আলামতগুলো জব্দ করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে আইনগত প্রতিক্রিয়া চলছে।