হোম > সারা দেশ > রংপুর

ভোট না দিলে ভাতা বন্ধের হুমকি উসকানির পর্যায়ে পড়ে না: রেলমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি

শোকজের জবাব দিয়েছেন পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী ও রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ বুধবার দুপুরে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ ইসমাঈল হোসাইনের খাস কামরায় উপস্থিত হয়ে জবাব দেন মন্ত্রী। এ সময় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আমিনুর ইসলামসহ বিভিন্ন আইনজীবী উপস্থিত ছিলেন।

বিচারকের খাস কামরা থেকে বের হয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘বক্তব্যে আমি বলেছিলাম, যারা ভোট দেবেন না, আমি তাঁদের নামের একটা তালিকার কথা বলেছি। এই তালিকা তো থাকবেই।’

নূরুল ইসলাম সুজন বলেন, ‘বক্তব্যে উসকানির অভিযোগে আমাকে নোটিশ করা হয়েছে। যে দুটি ধারায় নোটিশ দেওয়া হয়েছে, তা উসকানিমূলক বক্তব্যের পর্যায়ে পড়ে না। প্রার্থী হিসেবে আমার দায়িত্ব ভোটারদের ভোট দিতে আহ্বান করা। এরপরও যেহেতু আমাকে নোটিশ করা হয়েছে, তাই আমি এসেছি এবং ভবিষ্যতে আমি সতর্ক থাকার কথা বলেছি।’

গত ২৩ ডিসেম্বর দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকায় এক নির্বাচনী সভায় রেলমন্ত্রী সুজন বলেন, ‘যারা ভোট দিতে কেন্দ্রে যাবেন এবং যারা যাবেন না, তাঁদের দুটি তালিকা করা হচ্ছে। তাঁদের মধ্যে যারা ভোট দেবেন না, তাঁরা চেয়ারম্যান-মেম্বারের মাধ্যমে যে সুযোগ-সুবিধা পান তাঁর নাম কাটা যেতে পারে।’

মন্ত্রীর ওই বক্তব্য আমলে নিয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ ইসমাঈল হোসাইন গত মঙ্গলবার তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেন এবং সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাবের নির্দেশ দেন।

এর আগে পঞ্চগড়-১ আসনে নির্বাচনী সভায় জেলা আওয়ামী লীগের এক নেতার উসকানিমূলক বক্তব্যের জন্য আওয়ামী লীগের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেন পঞ্চগড়-১ নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান।

গঙ্গাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিএনপিতে যোগদান

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা