হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে সংস্কার, ফ্লাইট চলাচল স্বাভাবিক 

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

বজ্রপাতে সৃষ্ট নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের ফাটল সংস্কার হয়েছে। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ ফ্লাইটসহ বিমানবন্দরে রানওয়েতে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়। 

শিডিউল অনুযায়ী আজ দুপুর দুইটা পর্যন্ত বিমান বাংলাদেশের একটি ও বেসরকারি এয়ারলাইনস ইউএস বাংলার একটি ফ্লাইট অবতরণ করা কথা। কিন্তু রানওয়েতে ফাটল দেখা দেওয়ায় আজ সোমবার সকাল ৮টার বিমান বাংলাদেশের ড্যাশ-৮ ফ্লাইটসহ অন্যান্য ফ্লাইট অবতরণের নির্দেশ দেওয়া হয়নি। 

সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রানওয়ের যে অংশে অংশে ফাটল দেখা দিয়েছে তা সংস্কার করা হয়েছে।’ 

সুপ্লব কুমার ঘোষ বলেন, বিমানবন্দরের রানওয়ের ফাটল সংস্কারের পর তা শুকানোর জন্য অপেক্ষা করতে হয়েছে। কারণ বিমান বাংলাদেশে যে ধরনের চাকা ব্যবহার করা হয়, সেটি রানওয়ের ওই অবস্থায় অবতরণ করলে দুর্ঘটনা ঘটনার শঙ্কা ছিল। কিন্তু অন্য বিমানের চাকা তেমন নয়।

সে জন্য ফাটল মেরামতের পর দুপুর পৌনে ১২টার দিকে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ অবতরণ করে। আর রানওয়ের সংস্কার কাজ শুকানোর পর বেলা ২টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশের ড্যাশ-৮ বিমান অবতরণ করে এবং ৩টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ওই সময়ের পর অন্যান্য ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক হয়। 

সুপ্লব কুমার আরও বলেন, সৈয়দপুর বিমানবন্দরে বজ্র নিরোধক ব্যবস্থা চালু আছে। এরপরও কেন এমনটি ঘটল, সে বিষয়ে প্রকৌশলীর সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার