হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে সংস্কার, ফ্লাইট চলাচল স্বাভাবিক 

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

বজ্রপাতে সৃষ্ট নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের ফাটল সংস্কার হয়েছে। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ ফ্লাইটসহ বিমানবন্দরে রানওয়েতে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়। 

শিডিউল অনুযায়ী আজ দুপুর দুইটা পর্যন্ত বিমান বাংলাদেশের একটি ও বেসরকারি এয়ারলাইনস ইউএস বাংলার একটি ফ্লাইট অবতরণ করা কথা। কিন্তু রানওয়েতে ফাটল দেখা দেওয়ায় আজ সোমবার সকাল ৮টার বিমান বাংলাদেশের ড্যাশ-৮ ফ্লাইটসহ অন্যান্য ফ্লাইট অবতরণের নির্দেশ দেওয়া হয়নি। 

সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রানওয়ের যে অংশে অংশে ফাটল দেখা দিয়েছে তা সংস্কার করা হয়েছে।’ 

সুপ্লব কুমার ঘোষ বলেন, বিমানবন্দরের রানওয়ের ফাটল সংস্কারের পর তা শুকানোর জন্য অপেক্ষা করতে হয়েছে। কারণ বিমান বাংলাদেশে যে ধরনের চাকা ব্যবহার করা হয়, সেটি রানওয়ের ওই অবস্থায় অবতরণ করলে দুর্ঘটনা ঘটনার শঙ্কা ছিল। কিন্তু অন্য বিমানের চাকা তেমন নয়।

সে জন্য ফাটল মেরামতের পর দুপুর পৌনে ১২টার দিকে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ অবতরণ করে। আর রানওয়ের সংস্কার কাজ শুকানোর পর বেলা ২টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশের ড্যাশ-৮ বিমান অবতরণ করে এবং ৩টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ওই সময়ের পর অন্যান্য ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক হয়। 

সুপ্লব কুমার আরও বলেন, সৈয়দপুর বিমানবন্দরে বজ্র নিরোধক ব্যবস্থা চালু আছে। এরপরও কেন এমনটি ঘটল, সে বিষয়ে প্রকৌশলীর সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ