হোম > সারা দেশ > রংপুর

হাবিপ্রবিতে বিশ্ব মৃত্তিকা দিবস উদ্‌যাপন

দিনাজপুর প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশ্ব মৃত্তিকা দিবস-২০২১ উদ্‌যাপন করা হয়েছে। আজ রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ১-এর সামনে বেলুন উড়িয়ে বিশ্ব মৃত্তিকা দিবস এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। পরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় উপাচার্য। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. রওশন আরা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিপ্রবির মৃত্তিকা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাহাদৎ হোসেন খান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মৃত্তিকা বিভাগের প্রফেসর ড. শাহ্ মইনুর রহমান। 

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর, কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও অনুষদের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, উদ্ভিদের জন্ম-বৃদ্ধিতে ও মানবকল্যাণে মৃত্তিকার গুরুত্বকে স্বীকৃতি দিতেই বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়ে থাকে। মৃত্তিকার সঠিক পরিচর্যার গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মৃত্তিকা বিজ্ঞানের আন্তর্জাতিক ইউনিয়ন (আইইউএসএস) ২০০২ সালে বিশ্ব মৃত্তিকা দিবস পালনের প্রস্তাব উত্থাপন করে। পরে এটি জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার অনুমোদন লাভের পর প্রতি বছর ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী দিবসটি উদ্‌যাপিত হয়।

পীরগাছায় দিনের বেলায় কেটে রাখা জমির ধান লুটের অভিযোগ

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড