হোম > সারা দেশ > রংপুর

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ভর্তি ১৩ আগস্ট শুরু

বেরোবি প্রতিনিধি

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গুচ্ছ ভুক্ত ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির কার্যক্রম ১৩ আগস্ট থেকে শুরু হবে। ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত। 

গতকাল শুক্রবার বেরোবির স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি কমিটি সদস্যসচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক বাছাইকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির জন্য ১৩ ও ১৪ আগস্ট সকাল ১০টা থেকে বেলা ৪টার মধ্যে নির্ধারিত ব্যাংকের বুথে অবশিষ্ট ফি জমা দিতে হবে। 

ফি জমার ব্যাংক রসিদ (ব্যাংকের সিলযুক্ত) সংশ্লিষ্ট বিভাগে দেখিয়ে ভর্তি ফরম গ্রহণ করতে হবে। পূরণকৃত ভর্তি ফরমের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে তিন সেট প্রস্তুত করে ওই বিভাগে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 
 
এতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তির সময় মূল নম্বরপত্র জমার রসিদের (Receipt for Submitted Original Documents) অনুলিপি তিন কপি, পূরণকৃত ভর্তি ফরম তিন কপি, প্রাথমিক ভর্তি ফি পাঁচ হাজার টাকা জমার রসিদের অনুলিপি তিন কপি, চূড়ান্ত ভর্তি ফি জমার রসিদের অনুলিপি তিন কপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি তিন কপি, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানের ট্রান্স ক্রিপ্টের অনুলিপি তিন কপি এবং পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবিসহ কাগজপত্র জমা দিতে হবে। 

নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ করতে না পারলে তাদের প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গঙ্গাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিএনপিতে যোগদান

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা