হোম > সারা দেশ > রংপুর

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ভর্তি ১৩ আগস্ট শুরু

বেরোবি প্রতিনিধি

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গুচ্ছ ভুক্ত ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির কার্যক্রম ১৩ আগস্ট থেকে শুরু হবে। ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত। 

গতকাল শুক্রবার বেরোবির স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি কমিটি সদস্যসচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক বাছাইকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির জন্য ১৩ ও ১৪ আগস্ট সকাল ১০টা থেকে বেলা ৪টার মধ্যে নির্ধারিত ব্যাংকের বুথে অবশিষ্ট ফি জমা দিতে হবে। 

ফি জমার ব্যাংক রসিদ (ব্যাংকের সিলযুক্ত) সংশ্লিষ্ট বিভাগে দেখিয়ে ভর্তি ফরম গ্রহণ করতে হবে। পূরণকৃত ভর্তি ফরমের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে তিন সেট প্রস্তুত করে ওই বিভাগে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 
 
এতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তির সময় মূল নম্বরপত্র জমার রসিদের (Receipt for Submitted Original Documents) অনুলিপি তিন কপি, পূরণকৃত ভর্তি ফরম তিন কপি, প্রাথমিক ভর্তি ফি পাঁচ হাজার টাকা জমার রসিদের অনুলিপি তিন কপি, চূড়ান্ত ভর্তি ফি জমার রসিদের অনুলিপি তিন কপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি তিন কপি, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানের ট্রান্স ক্রিপ্টের অনুলিপি তিন কপি এবং পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবিসহ কাগজপত্র জমা দিতে হবে। 

নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ করতে না পারলে তাদের প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২