হোম > সারা দেশ > রংপুর

সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণার অভিযোগে মেম্বর প্রার্থী গ্রেপ্তার 

গাইবান্ধা প্রতিনিধি

প্রতারক আব্দুর রাজ্জাক নিজের নাম সাগর চৌধুরী নামে ফেসবুক আইডি খুলে ওই মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ওই মহিলার ভাই তৌফিক প্রধানকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ৩ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়ে চাকরির ভুয়া নিয়োগপত্র ই-মেইলের মাধ্যমে পাঠিয়ে দেন। ক্যাপ্টেন পরিচয় দিয়ে চাকরি দেয়ার কথা বলে প্রতারণা করার অভিযোগে আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাইবান্ধার সাদুল্যাপুরে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী। 

গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, সাদুল্লাপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক সেনাবাহিনীর ক্যাপ্টেন সেজে ফেসবুক আইডি খোলেন। এই সূত্রে তার সঙ্গে জর্ডান প্রবাসী ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা মোছা: উম্মে কুলছুম জাহানের সঙ্গে পরিচয় হয়। সেখানে প্রতারক আব্দুর রাজ্জাক নিজের নাম সাগর চৌধুরী নামে ফেসবুক আইডি খুলে ওই মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ওই মহিলার ভাই তৌফিক প্রধানকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ৩ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়ে চাকরির ভুয়া নিয়োগপত্র ই-মেইলের মাধ্যমে পাঠিয়ে দেন। পরে কুলছুম বুঝতে পারেন যে, ক্যাপ্টেন সাগর চৌধুরী নিজ পরিচয় গোপন করে তার সঙ্গে প্রতারণা করেছে। 

পুলিশ সুপার আরও বলেন, এব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হলে গাইবান্ধা ডিবি পুলিশ তৎপর হয়ে ওঠে। তারা অত্যাধুনিক যন্ত্রাংশ ব্যবহার করে প্রতারক ও ভুয়া ক্যাপ্টেন আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে। 

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড