হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধা খাদ্যগুদাম থেকে চাল-গম উধাও, থানায় অভিযোগ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধা পলাশবাড়ীতে সরকারি খাদ্যগুদাম থেকে ১৩১ টন চাল, ৬৮ টন গমসহ ৩৪ হাজার ৯২৬টি খালি বস্তার হদিস মিলছে না। এ ঘটনায় গত মঙ্গলবার খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক নাজমুল হক। 

এর আগে ধান-চাল উধাওয়ের ঘটনার তদন্তে সদর সহকারী খাদ্যনিয়ন্ত্রক শাকিব রেওয়ানকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির রিপোর্টে চাল, গম ও বস্তা উধাওয়ের বিষয়টি নিশ্চিত হন কর্তৃপক্ষ। এর পরপরই জেলা খাদ্যনিয়ন্ত্রকের নির্দেশে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

কমিটির অন্য সদস্যরা হলেন সদর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কালাম, গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আব্দুস সোবহান ও গাইবান্ধার খাদ্যপরিদর্শক আল আউয়াল। 

গাইবান্ধা জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গঠিত কমিটি ৩ জুন খাদ্যনিয়ন্ত্রকের কাছে রিপোর্ট জমা দেন। এতে দেখা যায়, ওই গুদামে ১৩১ টন চাল, ৬৮ টন গম ও ৩৪ হাজার ৯২৬টি বস্তার হিসাব মিলছে না। ধারণা করা হচ্ছে, ওই পরিমাণ খাদ্যশস্য ও সামগ্রী তছরুপ করা হয়েছে।’ 

জেলা খাদ্যনিয়ন্ত্রক বলেন, ‘সম্প্রতি খাদ্য বিভাগের মহাপরিচালকের এক আদেশে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সিদ্দিককে স্ট্যান্ড রিলিজ করে সিলেট বিভাগে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৯ মে তাঁর কর্মস্থলে যোগদানের কথা।’ 

এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) লাইসুর রহমান আজকের পত্রিকাকে জানান, প্রাপ্ত অভিযোগটি ইতিমধ্যে দুদকে তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস