হোম > সারা দেশ > রংপুর

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পঞ্চগড় প্রতিনিধি 

মোমিনপাড়া সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশ অংশে বিজিবি-পুলিশ যৌথভাবে আনোয়ারের লাশ নিয়ে আসে। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি মধ্যবয়সী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) ভোররাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১-এর ৮/৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম আনোয়ার হোসেন (৪০)। তিনি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের আমজুয়ানী গ্রামের আব্দুল রফিক মিয়ার ছেলে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এসব তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আনোয়ারসহ কয়েকজন বাংলাদেশি নাগরিক শুক্রবার রাতে ভারতে গরু আনতে যায়। ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতর বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাঁদের ধাওয়া করেন। এ সময় বিএসএফ গুলি চালালে নিহত হন আনোয়ার। চোরাচালানের দুটি গরুও জব্দ করে বিএসএফ।

অন্যদিকে বিজিবি সীমান্তে গুলির শব্দ পেয়ে চোরাকারবারিদের প্রতিহত করার জন্য ৮ রাউন্ড ফাঁকা গুলি করেন ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। ঘটনার পর বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে চোরাচালানের একটি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। পরে দুপুরে মোমিনপাড়া সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশ অংশে বিজিবি-পুলিশ যৌথভাবে আনোয়ারের লাশ নিয়ে আসে।

পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, গুলিতে নিহত আনোয়ারের লাশ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো বদরুদ্দোজা বলেন, সীমান্তের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হবে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত হত্যা প্রতিরোধকল্পে বিজিবির টহল কার্যক্রম, গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে।

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা