হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় ট্রেন–অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল চালকের 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় রেলগেটে ট্রেন ও অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মাহবুর রহমান (৪৫)। গতকাল শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুর রহমানের বাড়ি উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। 

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অটোরিকশা চালক। শুক্রবার সন্ধ্যায় উপজেলার তকিপল বাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

রেলওয়ে পুলিশ সূত্র জানায়, মাহবুর পেশায় অটোরিকশাচালক। গতকাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি অটোরিকশা নিয়ে তকিপল বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় ৪৬২ নম্বর বুড়িমারীগামী ট্রেনের সঙ্গে তাঁর অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রেনে কাটা পড়ে মাহবুরের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত পৌনে ১১টার দিকে সেখানে মারা যান মাহবুর রহমান। 

কাউনিয়া রেল স্টেশন মাস্টার হোসনে মোবারক জানান, তকিপল বাজার রেলগেটে একজন গেটম্যান রয়েছেন। ওই গেটম্যান সকাল-সন্ধ্যা ১২ ঘণ্টা ডিউটি করেন। সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত তকিপল বাজার রেলগেটটি অরক্ষিত থাকে। গতকাল সন্ধ্যায় রেললাইন পার হওয়ার সময় বুড়িমারীগামী ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। 

কাউনিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) ফরহাদ মণ্ডল বলেন, ঘটনাস্থল যেহেতু রেলওয়ে এলাকায়, সেহেতু এ ব্যাপারে রেলওয়ে থানা–পুলিশ আইনি ব্যবস্থা নেবে।

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা