লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট ও খেংটি গ্রামে টাস্কফোর্স অভিযান চালিয়ে ৬টি এবং বুড়িমারী ও ঝালঙ্গী ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ১৮ টিসহ অবৈধভাবে নিয়ে আসা ২৪টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ২ ঘণ্টাব্যাপী উপজেলা প্রশাসন, বিজিবি, পাটগ্রাম থানা, গ্রাম পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। গঠিত টাস্কফোর্সের নেতৃত্ব দেন পাটগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান।
রংপুর ৬১ বিজিবি, ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার মোসলেম উদ্দিন ও ঝালঙ্গী ক্যাম্পের কমান্ডার সুবেদার বেলাল হোসেনের নেতৃত্বে বিজিবির সদস্য, পাটগ্রাম থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানের নেতৃত্বে পুলিশ, গ্রাম পুলিশ সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা এ অভিযানে অংশ নেন।
পাটগ্রাম উপজেলার ঝালঙ্গী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার বেলাল হোসেন বলেন, সকালে বিজিবি অভিযান চালিয়ে অবৈধ পথে আনা ভারতীয় ১৮টি গরু আটক করে। পরে টাস্কফোর্সের অভিযানে আরও ৬টি গরু জব্দ করা হয়।
পাটগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান বলেন, চোরাচালান রোধে পাটগ্রাম উপজেলা জুড়ে টাস্কফোর্সের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে। আটককৃত গরু গুলো নিলামে তুলতে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।