হোম > সারা দেশ > গাইবান্ধা

গোবিন্দগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাক চালকের নাম সজিব মিয়া (২৫)। তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত রায়হান মিয়ার ছেলে। এ সময় ট্রাক চালকের হেলপার শাহাদত মিয়া আহত হন। আহত শাহাদত জেলার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, একটি পাথরবোঝাই ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। অপরদিকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে পাথরবোঝাই ট্রাকটির চালক ঘটনাস্থলেই মারা যান। এ সময় এই ট্রাকের হেলপার গুরুতর আহত হন। 

তিনি আরও বলেন, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্রাকের ভেতর থেকে চালকের লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে জানান তিনি।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু