নীলফামারী জেলার চার সংসদীয় আসনে আওয়ামী লীগের দুই জনসহ মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ রোববার তাঁরা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি সংসদীয় আসনে মোট ৩৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আজ সাতজন প্রার্থী প্রত্যাহার করায় বর্তমানে ২৭ জন প্রার্থী ভোটের প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ আজকের পত্রিকাকে বলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে স্বতন্ত্র প্রার্থী (আ. লীগ) খায়রুল আলম বাবুল ও জাকের পার্টির প্রার্থী লতিবালী সরকার লতিফ, নীলফামারী-২ (সদর) আসনে জাকের পার্টির আবু সাঈদ, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা ও অধ্যাপক আজিজুল ইসলাম (জাসদ) এবং নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী জাকির হোসেন বাবুল ও স্বতন্ত্র (আ. লীগ) প্রার্থী শাখওয়াত হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।