হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে দুদু মিয়া (৬০) নামের এক নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যা করে গ্যারেজ থেকে পাঁচটি অটোরিকশা লুটের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুট হওয়া একটি ইজিবাইক উদ্ধার করা হয়। গত বুধবার রাতে গ্রেপ্তার এই ঘটনা ঘটে। 

আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার লালমাটি শ্যামপুর গ্রামের রবিউল ইসলাম (৩৬) ও একই উপজেলার পলাশ গ্রামের মতিয়ার রহমান (৩৫), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধুরইল গ্রামের সিরাজুল ইসলাম (৪২) ও একই উপজেলার বড় নারায়নপুর গ্রামের মঞ্জুরুল ইসলাম ওরফে বাবু (৪২)। 

ওসি আজমিরুজ্জামান বলেন, গোপন খবরে গত বুধবার রাত ৮টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি থানা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া একটি ইজিবাইক উদ্ধার করা হয়। বাকি চারটি ইজিবাইক উদ্ধারসহ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িতদের গ্রেপ্তারে অনুসন্ধান-অভিযান চলছে। 

এর আগে গত শনিবার গভীর রাতে পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের নুরে আলম জিন্নু মিয়ার গ্যারেজে এই ঘটনা ঘটে। পরদিন রোববার সকালে পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের নুরে আলম জিন্নু মিয়ার গ্যারেজ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়। 

নিহত দুদু মিয়া (৬০) পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের মৃত আমির আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নুরে আলম জিন্নু মিয়ার গ্যারেজে নাইট গার্ডের দায়িত্বে ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, জিন্নু মিয়ার গ্যারেজে রাতে অটোরিকশা রেখে চার্জ করতেন চালকেরা। প্রতিদিনের মতো রাতের বেলা গ্যারেজে দায়িত্ব পালন করছিলেন দুদু মিয়া। গভীর রাতে একদল দুর্বৃত্ত গ্যারেজে ঢুকে দুদু মিয়াকে শ্বাসরোধে হত্যা করে। গ্যারেজে থাকা ৫টি অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তাঁরা।

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ