হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় আ.লীগ কর্মী হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগের কর্মী সোনা মিয়াকে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে তাঁকে রংপুরের আদালতে পাঠানো হয়। এ নিয়ে এই হত্যা মামলায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, গতকাল শুক্রবার রাতে রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচস্ট্যান্ড এলাকা থেকে আজমল হোসের দুলুকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সোনা মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। দুলু উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা ও টেপামধুপুর ইউনিয়নের সদরা তালুক গ্রামের বাসিন্দা। এ নিয়ে সোনা মিয়া হত্যা মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী জানান, গত সোমবার বিকেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য উপজেলার খানসামারহাটের ইমামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আসার কথা ছিল। মন্ত্রীর আগমনকে ঘিরে নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকেন। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বাণিজ্যমন্ত্রী এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়ার নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও তাঁর সমর্থকেরা আনোয়ারুলের সমর্থকদের ওপর হামলা চালান। উদ্ভূত পরিস্থিতিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অনুষ্ঠানে অংশ না নিয়ে সেখান থেকে চলে যান। 

এদিকে সোমবার রাত আটটার দিকে সোনা মিয়াকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা। সোনা মিয়া উপজেলার হারাগাছের নাজিরদহ এলাকার মৃত আবদুল খালেকের ছেলে এবং ওই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য। 

ওই ঘটনায় গত বুধবার দুপুরে সোনা মিয়ার বড় ছেলে আখতারুজ্জামান সোহেল বাদী হয়ে ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও তাঁর ভাই হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদসহ ৭৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়া অজ্ঞাত ১৫-২০ জন আসামি করা হয়। 
 
রংপুর জেলা পুলিশ সুপারের মুখপাত্র (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম বলেন, সোনা মিয়া হত্যাকাণ্ডে আজ শনিবার সকাল পর্যন্ত আটজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গঙ্গাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিএনপিতে যোগদান

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা