হোম > সারা দেশ > রংপুর

রাঙ্গার আসনে নির্বাচন করতে চান পান বিক্রেতা সবুজ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন সাকলাইন সবুজ প্রামাণিক (২৯) নামে এক খিলি পান বিক্রেতা। তিনি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ব্যানারে এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যে ভোটের প্রচারের প্রস্তুতিমূলক কাজও শুরু করে দিয়েছেন।

রংপুর-১ আসনটি গঙ্গাচড়া উপজেলা ও সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে বর্তমান সংসদ সদস্য বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি এই আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের নাসিম উদ্দিনের ছেলে সাকলাইন সবুজ প্রামাণিক আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন, আমি নির্বাচন করব। কারণ, ভারতের নরেন্দ্র মোদি যদি চা বিক্রি করে প্রধানমন্ত্রী হতে পারে, বারাক ওবামা যদি পত্রিকা বিক্রি করে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারে, আমি কেন বাংলাদেশের একটা আসনের এমপি হতে পারব না? এই ইচ্ছা শক্তি থেকে আমি নির্বাচনে আসছি।’

সবুজ প্রামাণিক বলেন, ‘জনগণ আমার পাশে আছে—এটাই আমার বড় পাওয়া। আর আমার দীর্ঘদিনের স্বপ্ন আমি একবার সংসদে যাব। আমার এলাকার দুঃখ-দুর্দশার কথা তুলে ধরব। আমাদের গঙ্গাচড়ায় বেকার সমস্যাটা বেশি, কর্মসংস্থান নাই বললে চলে, সেখানে আমি নির্বাচিত হয়ে যদি গঙ্গাচড়ার জন্য কিছু একটা করতে পারি—এই থেকে আমার নির্বাচনে আসা।’

তিনি আরও বলেন, ‘দল থেকে সবকিছু কাগজ দিয়ে দিচ্ছে। দল আমাকে স্থানীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। সে জন্য আমি দলের চেয়ারম্যানসহ নীতিনির্ধারণী ফোরামকে ধন্যবাদ জানাই। এখন আমার এখানে যে কাগজ লাগবে, সেগুলো রেডি করতেছি।’

গণমুক্তি জোটের মহাসচিব শাহ জামাল আমিরুল আজকের পত্রিকাকে বলেন, গণমুক্তি জোট রংপুর-১ আসনে সাকলাইন সবুজ প্রামাণিককে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে।

তিনি আরও বলেন, ‘সবুজ দীর্ঘদিন ধরে গণমুক্তি জোটের রংপুর বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছেন। তাই সর্বসম্মতিক্রমে স্থানীয় প্রার্থী হিসেবে সাকলাইন সবুজকে আসনে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ