সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলায় খাল থেকে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের লাঘবপুর গ্রামের মালিপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বোনারপাড়া ফাঁড়ির ইনচার্জ রাকিব হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে মরদেহ খালের কচুরিপানার নিচে রেখে গেছে। এ ব্যাপারে সাঘাটা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।