হোম > সারা দেশ > গাইবান্ধা

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

গাইবান্ধা প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে এসে আরেকটি ট্রাক ধাক্কা দিলে জহরুল ইসলাম নান্টু (৪০) নামে এক ট্রাকচালক নিহত হন। এসময় ওই ট্রাকচলকের সহযোগীও (হেলপার) গুরুতর আহত হয়েছেন। নিহত জহরুল ইসলাম নান্টু বগুড়া জেলার কাহালু উপজেলার জোগারপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি মিনি ট্রাককে আরেকটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক জহরুল ইসলাম নান্টু নিহত হন। এ ঘটনায় ওই ট্রাকচালকের সহযোগী গুরুতর আহত হন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত হেলপারকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন আজ রোববার দুপুরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, `ট্রাক দুটি হাইওয়ে থানায় আছে।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড