হোম > সারা দেশ > গাইবান্ধা

শৌচাগারে বঙ্গবন্ধুর ছবি, ঘটনা তদন্তে কমিটি

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগারে বঙ্গবন্ধুর ছবি রাখার অভিযোগ উঠেছে। বিভিন্ন গণমাধ্যমে ‘শৌচাগারে বঙ্গবন্ধুর ছবি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। 

সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদ আল হাসানকে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য ২ সদস্য হলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এ. কে. এম হারুন-উর-রশিদ ও একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন। 

রোববার বিকেল ৪টার দিকে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ। তিনি বলেন, ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, `আজ আমি নিজেই ওই বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলাম। পাঠদানের শ্রেণিকক্ষটি আদর্শ শ্রেণিকক্ষ বলে মনে হয়নি আমার নিকট। কারণ আদর্শ শ্রেণি কক্ষে কখনো নলকূপ ও হ্যান্ডওয়াশ কর্নার থাকতে পারে না। সে কারণে ওই শ্রেণিকক্ষ থেকে বঙ্গবন্ধুর ছবি অপসারণ করি।' তবে ওই শ্রেণিকক্ষে কোনো শৌচাগার নেই বলেও জানান এ কর্মকর্তা। 

গঙ্গাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিএনপিতে যোগদান

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা