হোম > সারা দেশ > গাইবান্ধা

শৌচাগারে বঙ্গবন্ধুর ছবি, ঘটনা তদন্তে কমিটি

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগারে বঙ্গবন্ধুর ছবি রাখার অভিযোগ উঠেছে। বিভিন্ন গণমাধ্যমে ‘শৌচাগারে বঙ্গবন্ধুর ছবি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। 

সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদ আল হাসানকে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য ২ সদস্য হলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এ. কে. এম হারুন-উর-রশিদ ও একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন। 

রোববার বিকেল ৪টার দিকে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ। তিনি বলেন, ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, `আজ আমি নিজেই ওই বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলাম। পাঠদানের শ্রেণিকক্ষটি আদর্শ শ্রেণিকক্ষ বলে মনে হয়নি আমার নিকট। কারণ আদর্শ শ্রেণি কক্ষে কখনো নলকূপ ও হ্যান্ডওয়াশ কর্নার থাকতে পারে না। সে কারণে ওই শ্রেণিকক্ষ থেকে বঙ্গবন্ধুর ছবি অপসারণ করি।' তবে ওই শ্রেণিকক্ষে কোনো শৌচাগার নেই বলেও জানান এ কর্মকর্তা। 

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ