হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৬ 

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে শিয়ালের কামড়ে একই পরিবারের চারসহ ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের আরাজি দলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে শিয়ালটিকে পিটিয়ে হত্যা করা হয়। 

আহতরা হলেন, আরাজি দলুয়া গ্রামের মো. আনিছুর রহমান (৫০), একই গ্রামের মো. বাবুল হোসেনের স্ত্রী রুবি বেগম (৪০), বাবুল হোসেনের ছেলে ওমর ফারুক (৮), মেয়ে উর্ম্মি বেগম (২২), মেয়ে মিম আক্তার (২) ও তাইবুল ইসলাম (৩৫)। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের বিটু আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে শিয়ালটি প্রথমে আনিছুর রহমানের বাড়ির পেছনে বেঁধে রাখা ছাগলের ওপর আক্রমণ করে। ছাগলটি রক্ষায় এগিয়ে গেলে প্রথমে আনিছুর ও পরে অন্যদের ওপর আক্রমণ করে ছয়জনকে গুরুতর আহত করে। স্থানীয়রা শিয়ালটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি রংপুর বন বিভাগকে জানানো হয়েছে।’ 

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুর রহিম বলেন, ‘আহতদের ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য এক শিশুসহ তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত