হোম > সারা দেশ > রংপুর

কারাগার থেকে জামিনে বেরিয়ে যুবকের কান কামড়ে ছিঁড়ে নেওয়ার চেষ্টা

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে কারাগার থেকে জামিনে বেরিয়ে সুমন মিয়া নামের এক যুবকের কান কামড়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করেছেন শহিদুল ইসলাম মিলন নামের এক আসামি। ওই যুবককে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামে এই ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার সুমন মিয়া বলেন, ‘এ ঘটনায় মাদক কারবারি শহিদুল ইসলাম মিলন ওরফে মিলন শিকদারসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

থানায় করা অভিযোগে বলা হয়, পূর্বশত্রুতার জেরে গতকাল রোববার সন্ধ্যায় বাড়ির পাশে মিলনসহ কয়েকজন সুমনের পথরোধ করে মারধর করতে থাকেন। একপর্যায়ে মিলন কামড়ে কান ছিঁড়ে ফেলাসহ তাঁকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। এ সময় তাঁর চিৎকার শুনে কয়েকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন সুমন দাবি করেন, ‘জামিনে বেরিয়ে মিলন ও তার লোকজন আমাকে হত্যার হুমকিসহ নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এরই জেরে রোববার আমাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু কোনো রকমে বেঁচে গেছি। ঘটনার দিন রাতেই ওসির সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ দিয়েছি।’

তবে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘সুমন থানায় এসেছিল। তাকে এজাহার দিতে বলেছি।’ 

প্রসঙ্গত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবে মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দেওয়ার সন্দেহে মিলন ও তাঁর লোকজন গত ২৫ জুলাই রাতে বাড়ির কাছ থেকে তুলে নিয়ে সুমনের ওপর অকথ্য নির্যাতন চালায়। সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মিলনসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের নামে কালীগঞ্জ থানায় মামলা করা হয়। পরে রাজধানী ঢাকা থেকে র‍্যাবের হাতে ওই চারজন গ্রেপ্তার হন। সম্প্রতি উচ্চ আদালত থেকে তাঁরা জামিনে বের হয়ে আসেন।

গঙ্গাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিএনপিতে যোগদান

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা