হোম > সারা দেশ > রংপুর

বেরোবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু, র‍্যাগিংমুক্ত রাখতে কঠোর হুঁশিয়ারি

বেরোবি প্রতিনিধি

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছয়টি অনুষদভুক্ত ২২টি বিভাগে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। আজ রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হয়। এ সময় নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। 

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ বলেন, আধুনিক বিশ্বে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে হলে জ্ঞান-বিজ্ঞানে পারদর্শিতা অর্জন করতে হবে। শিক্ষা ছাড়া একটি জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নবাগত শিক্ষার্থীদের কাছে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে এমনটা প্রত্যাশা করেন তিনি। 

এদিকে বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের র‍্যাগিংমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। র‍্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন ধাপে কাজ করবে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে র‍্যাগিং প্রতিরোধে সচেতনতামূলক নির্দেশনা, সব বিভাগে নির্দেশনা প্রদান ও প্রক্টরিয়াল টিমের টহল বজায় থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম। 

তিনি বলেন, ‘র‍্যাগিং একটি সামাজিক অপরাধ। এ ধরনের যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রক্টরিয়াল টিম সর্বদা প্রস্তুত। কোনো শিক্ষার্থীকে র‍্যাগিং করার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ