করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণের জন্য গাইবান্ধা জেলা প্রশাসনের মাধ্যমে `পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ) ' কে দুটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন হস্তান্তর করেছে গাইবান্ধা সমিতি ঢাকা।
গতকাল মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সমিতির সদস্য মো. সোহানুর রহমান জেলা প্রশাসক মো. আবদুল মতিনের হাতে এসব সামগ্রী তুলে দেন। পরে জেলা প্রশাসক পুসাগ এর সদস্যদের হাতে অক্সিজেন কনসেনট্রেটর দুটি মেশিন তুলে দেন। মেশিনটি বাতাস থেকে ২১ শতাংশ অক্সিজেন নিয়ে শতভাগ অক্সিজেন সরবরাহ করতে পারে।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে করোনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত হয় পুসাগ। চলমান করোনা পরিস্থিতিতে করোনা আক্রান্ত রোগীদের কাছে অক্সিজেন সেবা দিয়ে আসছে পুসাগ। এ ছাড়া জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ যেমন, ত্রাণ বিতরণ, গুণী শিক্ষক সংবর্ধনা, দীর্ঘতম আলপনা আঁকা, গরিব শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া থেকে নানা ধরনের উন্নয়নমূলক কাজ করে আসছেন এই সংগঠন।