হোম > সারা দেশ > লালমনিরহাট

পাটগ্রামে ঈদের দিনে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

হাসিবুল ইসলাম। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামে স্বামীর ছুরিকাঘাতে উম্মে আয়মান এমি (২০) নামের এক নারী খুন হয়েছেন বলে অভিযোগ উঠছে। আজ শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মেম্বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তের ভাই ও বাবাকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মেম্বারপাড়া এলাকার বাসিন্দা একরামুল হকের মেয়ে উম্মে আয়মান এমি একই গ্রামের বাসিন্দা মোজাফ্ফর হোসেনের দ্বিতীয় ছেলে হাফেজ হাসিবুল ইসলামের সঙ্গে প্রায় দুই বছর আগে বিবাহ হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্য দেখা দেয়। আজ ঈদের নামাজের আগে সকাল পৌনে ৮টার দিকে এমি তাঁর বাবার বাড়িতে যান। বাড়িটির একটি ঘরে স্ত্রী এমির পিঠের বা দিকে ছুরি ঢুকিয়ে দেন হাসিবুল। এরপর দ্রুত চলে যান হাসিবুল। এতে ঘটনাস্থলে মারা যায় এমি। হাসিবুল বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করতেন বলে জানা গেছে।

খবর পেয়ে পাটগ্রাম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ও লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় ঘাতক হাসিবুলের বাবা ও বড় ভাইকে আটক করেছে পাটগ্রাম থানা-পুলিশ।

এ ব্যাপারে পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দিয়েছে। এ ঘটনায় এলাকার লোকজনেরা হাসিবুলের বাবা ও বড় ভাইকে আটক করে। পরে থানা-পুলিশ তাঁদের হেফাজতে নেয়। মূল আসামিকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার