নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে কার্টুনের ভেতর থেকে একদিনের এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার মরদেহের ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে গাড়াগ্রাম জুম্মারপাড় এলাকার একটি গম খেত থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, ‘গম খেতে খয়েরি রঙের কার্টনে, গজ কাপড় দিয়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা নবজাতকটি ফেলে রেখে গেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’