হোম > সারা দেশ > রংপুর

সুন্দরগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি, তবু শঙ্কা কাটেনি 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যার পানি কমতে শুরু করেছে। এক দিনের ব্যবধানে ৩০ সেন্টিমিটার কমে গিয়ে এখন ১৭ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। বৃষ্টির বেগ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের গতি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতি এখন অনেকটা উন্নতির দিকে। তবে এখনো দুর্ভোগ কাটেনি তিস্তাপারের মানুষদের। দিন পার করছেন আতঙ্কে আর উৎকণ্ঠায়। 

আজ রোববার বিকেল ৪টার দিকে সরেজমিনে হরিপুর ইউনিয়নের নকিয়ার পাড়া গ্রামে কথা হয় মোছা. নাজমা বেগমের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত রাত থেকে পানি কমতে শুরু করেছে। হাঁটুপানি ছিল ঘরের ভেতরে। এখন ঘরে আর পানি নাই। এভাবে নামতে থাকলে রাতারাতি আঙিনা থেকেও পানি সরে যাবে।’ 

তিনি আরও বলেন, যদি আবারও বন্যা চাপ দেয়, সে কারণে ঘরের ভেতরে তৈরি করা মাচা এখনো খোলা হয় নাই।’ 

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল ইসলাম বিকেল ৪টার দিকে আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ৩টার পরীক্ষায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল ছিল ৪৭ সেন্টিমিটার। ৩০ সেন্টিমিটার কমেছে।’ 

বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিলুল্লাহ পানি কমার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘পানি কমতে শুরু করলেও এখনো অনেক বাড়িতে আছে। সে কারণে রান্নাঘর ব্যবহার করতে পারছেন না তাঁরা। গবাদিপশু ও পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছেন ভুক্তভোগীরা।’ 
 
তিনি আরও বলেন, ‘এ পানি কমতে শুরু হলে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় জমে থাকা পানিতে লতাপাতা ও পোকামাকড় পচে দুর্গন্ধের সৃষ্টি হয়। পরে বাতাসের মাধ্যমে ডায়রিয়াসহ নানা রোগ ছড়ায়। সে কারণে আরও সতর্ক থাকার জন্য এলাকাবাসীকে সচেতন করছি।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ-আলম বলেন, ‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। পানি কমতে শুরু করেছে। আশা করছি বিপদ কেটে যাবে। তবে বন্যাপরবর্তী কাজগুলো সঠিকভাবে, সঠিক সময়ে করতে হবে।’

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত