হোম > সারা দেশ > রংপুর

সুন্দরগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি, তবু শঙ্কা কাটেনি 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যার পানি কমতে শুরু করেছে। এক দিনের ব্যবধানে ৩০ সেন্টিমিটার কমে গিয়ে এখন ১৭ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। বৃষ্টির বেগ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের গতি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতি এখন অনেকটা উন্নতির দিকে। তবে এখনো দুর্ভোগ কাটেনি তিস্তাপারের মানুষদের। দিন পার করছেন আতঙ্কে আর উৎকণ্ঠায়। 

আজ রোববার বিকেল ৪টার দিকে সরেজমিনে হরিপুর ইউনিয়নের নকিয়ার পাড়া গ্রামে কথা হয় মোছা. নাজমা বেগমের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত রাত থেকে পানি কমতে শুরু করেছে। হাঁটুপানি ছিল ঘরের ভেতরে। এখন ঘরে আর পানি নাই। এভাবে নামতে থাকলে রাতারাতি আঙিনা থেকেও পানি সরে যাবে।’ 

তিনি আরও বলেন, যদি আবারও বন্যা চাপ দেয়, সে কারণে ঘরের ভেতরে তৈরি করা মাচা এখনো খোলা হয় নাই।’ 

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল ইসলাম বিকেল ৪টার দিকে আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ৩টার পরীক্ষায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল ছিল ৪৭ সেন্টিমিটার। ৩০ সেন্টিমিটার কমেছে।’ 

বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিলুল্লাহ পানি কমার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘পানি কমতে শুরু করলেও এখনো অনেক বাড়িতে আছে। সে কারণে রান্নাঘর ব্যবহার করতে পারছেন না তাঁরা। গবাদিপশু ও পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছেন ভুক্তভোগীরা।’ 
 
তিনি আরও বলেন, ‘এ পানি কমতে শুরু হলে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় জমে থাকা পানিতে লতাপাতা ও পোকামাকড় পচে দুর্গন্ধের সৃষ্টি হয়। পরে বাতাসের মাধ্যমে ডায়রিয়াসহ নানা রোগ ছড়ায়। সে কারণে আরও সতর্ক থাকার জন্য এলাকাবাসীকে সচেতন করছি।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ-আলম বলেন, ‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। পানি কমতে শুরু করেছে। আশা করছি বিপদ কেটে যাবে। তবে বন্যাপরবর্তী কাজগুলো সঠিকভাবে, সঠিক সময়ে করতে হবে।’

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা