হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে অনাস্থা প্রস্তাবে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভোট সদস্যদের

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহাবুবুর রহমান মণ্ডলের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোট গ্রহণ হয়েছে। এতে চেয়ারম্যানের বিপক্ষে রায় দিয়েছেন ইউপি সদস্যরা।

আজ মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনে গোপন ব্যালটের মাধ্যমে এই ভোট গ্রহণ হয়। নির্বাচনে পর্যবেক্ষক ছিলেন অনাস্থা প্রস্তাব-অভিযোগ তদন্তে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার।

প্রদীপ সরকার বলেন, পরিষদের মোট ১২ জন সদস্যের মধ্যে ৯ জন প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন। প্রস্তাবের বিপক্ষে কোনো ভোট পড়েনি। ফলে অনাস্থা আনা পক্ষকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যানসহ মোট ভোট সংখ্যা ছিল ১৩টি।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান বলেন, নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে পবনাপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গত ১০ জানুয়ারি পরিষদের ৯ সদস্য অনাস্থা প্রস্তাব আনেন। বিষয়টি আমলে নিয়ে নিয়ম অনুযায়ী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তের ধারাবাহিকতায় আজ গোপন ব্যালটে ভোট গ্রহণ হয়েছে। এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ