হোম > সারা দেশ > রংপুর

রংপুর থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিবেদক

রংপুরে বদরগঞ্জ উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের মো. আরিফুল ইসলাম (১৯) নামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এটিইউ পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

এর আগে রংপুরের বদরগঞ্জের বুধবার (২০ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে ওই জঙ্গিকে গ্রেপ্তার করে এটিইউ। গ্রেপ্তার হওয়া ওই জঙ্গি সদস্য হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আবুল কালামের ছেলে তিনি। 

এটিইউ এসপি ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল বলেন, গত ২০ সেপ্টেম্বর এটিইউর একটি দল জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকা থেকে ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর মো. মুজাহিদুল ইসলাম (১৯) ও সাকির আহমদ (১৯) নামের দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে উগ্রবাদী পুস্তিকা, উগ্রবাদী কাজে ব্যবহৃত মোবাইল সেট এবং সিমকার্ড জব্দ করা হয়। ওই ঘটনায় করা মামলার তিন নম্বর আসামি গ্রেপ্তার হওয়া আরিফুল ইসলাম। 

মাহফুজুল আলম রাসেল আরও বলেন, আরিফুল ইসলাম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসীম উদ্দীন রাহমানির উগ্রবাদী বক্তব্য, অডিও—ভিডিও লাইক, শেয়ার ও বিভিন্নভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে প্রচার-প্রচারণা চালাত। আরিফুল ইসলাম ও তাঁর অন্যান্য সহযোগীরা সাইবার স্পেস ব্যবহার করে সরকারবিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস ও ভীতি সঞ্চারসহ জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে নাশকতার পরিকল্পনা, প্রশিক্ষণ ও অস্ত্র সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। 

মাহফুজুল আলম রাসেল বলেন, আরিফুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থা উৎখাত করে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করে আসছিল।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড