হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় আ.লীগের নেত্রী চাঁদনী মহিলা দলের সভাপতি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় আ. লীগের নেত্রী হলেন মহিলা দলের সভাপতি। ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী লীগের এক নেত্রীকে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা করছেন নিটিজেনরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০ ডিসেম্বর জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা ও সাধারণ সম্পাদক মৌসুমী আকতার তমা পলাশবাড়ী উপজেলা কমিটির অনুমোদন দেন। ৫১ সদস্যের কমিটিতে অরজিনা পারভীন চাঁদনীকে মহিলা দলের সভাপতি করা হয়।

তিনি বর্তমানে উপজেলার হোসেনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেত্রী। এ ছাড়া সাংগঠনিক পদে নাছিমা বেগমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিও একই উপজেলার বরিশাল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী।

জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের এক নেতা আজকের পত্রিকাকে বলেন, ‘অরজিনা পারভিন ও নাছিমা বেগম দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা বিগত বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। তবে তাঁরা কোনো পদে ছিলেন সেটা আমার এই মুহূর্তে জানা নেই।’

তবে এই বক্তব্য অস্বীকার করে আরজিনা পারভীন চাঁদনী বলেন, ‘আওয়ামী লীগ করার প্রশ্নই ওঠে না। আমার বাবা ও পরিবার বিএনপির রাজনীতি করে এবং এখনো একজন জনপ্রতিনিধি।’ এ বিষয়ে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘পলাশবাড়ী মহিলা দলের কমিটিতে যাদের রাখা হয়েছে, ৫ আগস্টের আগে দলের পক্ষে তাদের কোনো ভূমিকাই ছিল না। অবশ্যই অর্থের বিনিময়ে এ কমিটি দেওয়া হয়েছে।’ অনতিবিলম্বে এ কমিটি বাতিলের দাবি জানান তিনি।

জেলা ছাত্রদলের সহসভাপতি মিল্লাত সরকার মিলন বলেন, ‘সাড়ে ১৫ বছরের লড়াই-সংগ্রামে যাদের কোনো ছায়া পর্যন্ত কেউ দেখেননি, তারা কীভাবে পদ পান?’

আ. লীগের নেত্রী নাছিমা বেগম। ছবি: সংগৃহীত

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, উপজেলা মহিলা দলের কমিটির বিষয়ে তিনি কিছু জানেন না। বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের লোকজন ঢোকায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘অনুপ্রবেশকারীদের দলে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এসব করা হচ্ছে।’

গঙ্গাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিএনপিতে যোগদান

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা