হোম > সারা দেশ > রংপুর

রংপুরে নৈশকোচের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

রংপুর প্রতিনিধি

রংপুরে নৈশকোচের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরিফুজ্জামান আরিফ নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রাত ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজিরহাট এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। 

নিহত পুলিশ কর্মকর্তা রংপুর সদর থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় তাঁর স্ত্রী ও ছেলে আহত হয়েছে। তিনি নীলফামারী জেলার ডিমলা উপজেলার বাসিন্দা। 

স্থানীয়রা জানায়, এএসআই আরিফুজ্জামান স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে রংপুর শহরে যাচ্ছিলেন। এ সময় হাজিরহাট এলাকায় গর্তে পানি দেখে গাড়ি দাঁড় করান তিনি। ওই সময় রুপা এন্টারপ্রাইজ নামে একটি বাস ও একটা ট্রাক মুখোমুখি হয়। তাৎক্ষণিকভাবে বাসের চালক ব্রেক কষলে বাসের পেছনের অংশ ঘুরে গিয়ে আরিফের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় তিনি ও তাঁর ছেলে গাড়ির নিচে এবং স্ত্রী সড়কের ওপর ছিটকে পড়েন। 

দুর্ঘটনার পর আরিফুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রী ও সন্তান রমেকে চিকিৎসাধীন রয়েছেন। 

রংপুর সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রুপা এন্টারপ্রাইজ নামের বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসটির চালক পলিয়ে গেছেন। তাঁকে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে। 

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত