হোম > সারা দেশ > রংপুর

অবতরণের সময় বিমানের চাকায় ত্রুটি, সাড়ে ৩ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক

নীলফামারীর ও সৈয়দপুর প্রতিনিধি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (ড্যাশ-৮ ডি) অবতরণের পর যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

এতে করে বিমানবন্দরটিতে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়। কয়েকটি ফ্লাইটের শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে রানওয়ে থেকে বিমানটি সরিয়ে নেওয়া হলে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়।

সৈয়দপুর বিমানবন্দর সূত্রে জানা যায়, এদিন ঢাকা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ ডি ফ্লাইট সাড়ে ৮টায় বিমানবন্দরের রানওয়েতে নামে। এ সময় বিমানের সামনের চাকায় (নোস হুইল) ত্রুটি দেখা দেয়। বিমানটি থেমে যাওয়ায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে ফ্লাইটে থাকা ৬০ জন যাত্রী প্রাণে রক্ষা পান।

এদিকে বিমানটি রানওয়েতে বিকল হওয়ায় সকাল সাড়ে ৮টা থেকে বিমানবন্দরের অন্য ফ্লাইট বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় ফ্লাইটটি রানওয়ে থেকে মূল টার্মিনাল ভবনের কাছে নিয়ে আসার পর অন্যান্য ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়।

বাংলাদেশ বিমান সৈয়দপুর জেলা বিমান অফিসের জেলা ব্যবস্থাপক ফয়সাল কবীর আজকের পত্রিকাকে জানান, ‘সেনানিবাসের একদল প্রকৌশলীসহ স্থানীয় টেকনিশিয়ান বিমানটির ত্রুটি সারানোর জন্য কাজ করছেন। আশা করছি দ্রুত তা সারানো যাবে।’

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লোব কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশ বিমানের সামনের চাকা ত্রুটির কারণে রানওয়েতে বিকল হয়ে যায়। এ সময় প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে অন্যান্য বিমান সংস্থার ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে। এতে করে কয়েকটি ফ্লাইটের যাত্রী বিমানবন্দরে আটকা পড়ে। বিমানবন্দরের যাত্রী চাপ সৃষ্টি হয়। পরে বিকল ফ্লাইটটি টার্মিনাল ভবনে সরিয়ে আনা হলে দুপুর সাড়ে ১২টার পর ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয় বলে জানান তিনি।

গঙ্গাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিএনপিতে যোগদান

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা