হোম > সারা দেশ > রংপুর

পার্বতীপুরের বড়পুকুরিয়া থেকে ফের কয়লা উত্তোলন শুরু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে ৪২ দিন পর নতুন ফেইজ (কূপ) থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। গতকাল বুধবার বিকেল থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মহাব্যবস্থাপক (মাইন ও অপারেশন) খান মো. জাফর সাদিক। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উত্তোলন যোগ্য কয়লা শেষ হওয়ায় চলতি বছরের ৩০ আগস্ট থেকে ১১১৩ নম্বর ফেইজের কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপন করে এক মাস ১২ দিন পর আবারও নতুন ১৪১২ নম্বর ফেইজ (কূপ) থেকে কয়লা উত্তোলন শুরু হলো। 

 ১১১৩ নম্বর ফেইজ থেকে তিন লাখ ৭৫ হাজার টন কয়লা আহরণ করা হয়েছে, একই পরিমাণের কয়লা আহরণের লক্ষ্যমাত্রা নিয়ে ১৪১২ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে বলে জানিয়েছেন খনি কর্তৃপক্ষ। 

বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মহাব্যবস্থাপক (মাইন ও অপারেশন) খান মো. জাফর সাদিক জানান, একটি ফেইজ থেকে কয়লা উত্তোলনের যন্ত্রপাতি স্থানান্তর করে নতুন ফেইজে স্থাপন করতে দুই মাস সময় লাগে। কিন্তু বর্তমানে জ্বালা নীর চাহিদার বিষয়টি বিবেচনা করে অতি দ্রুত কয়লা উত্তোলন শুরু করা হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড