হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাটে পাথর নিক্ষেপে আহত ট্রেন চালক

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার রইচবাগ স্টেশনের কাছে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোঁড়া পাথরের গুরুতর আহত হয়েছেন এক সহকারী ট্রেন চালক। লিটন হোসেন (৩৫) নামের ওই চালক লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন।

বুধবার সকালের দিকে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের আদিতমারী উপজেলার রইচবাগ রেলস্টেশনের ১’ শত মিটার দুরে এ ঘটনা ঘটে। এতে ইঞ্জিনের গ্লাস ভেঙে সহকারী ট্রেনচালক লিটন হোসেন মুখমণ্ডলে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। 

লালমনিরহাট রেলওয়ে অফিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টায় বুড়িমারী থেকে ডাউন ৪৫৫ নম্বর লোকাল ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশে রওনা দেয়। সকাল সাড়ে ৯টা দিকে রইচবাগ রেল স্টেশন পার হলে হঠাৎ করে ইঞ্জিনে উপর্যুপরি কয়েকটি পাথরের ঢিল পড়ে। এ সময় একটি পাথর ইঞ্জিনের কাচ ভেঙে লিটন হোসেনের মুখে আঘাত হানে। এ সময় ট্রেনটি দাঁড়িয়ে যায়। পরে ট্রেনটি আবারও লালমনিরহাটের উদ্দেশে রওনা করে। 

লালমনিরহাট রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধী শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটি দুঃখজনক। পাথর নিক্ষেপ বন্ধে বিভিন্ন সময় জনসচেতনতা ও সতর্কতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে।’ 

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস