হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাটে পাথর নিক্ষেপে আহত ট্রেন চালক

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার রইচবাগ স্টেশনের কাছে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোঁড়া পাথরের গুরুতর আহত হয়েছেন এক সহকারী ট্রেন চালক। লিটন হোসেন (৩৫) নামের ওই চালক লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন।

বুধবার সকালের দিকে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের আদিতমারী উপজেলার রইচবাগ রেলস্টেশনের ১’ শত মিটার দুরে এ ঘটনা ঘটে। এতে ইঞ্জিনের গ্লাস ভেঙে সহকারী ট্রেনচালক লিটন হোসেন মুখমণ্ডলে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। 

লালমনিরহাট রেলওয়ে অফিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টায় বুড়িমারী থেকে ডাউন ৪৫৫ নম্বর লোকাল ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশে রওনা দেয়। সকাল সাড়ে ৯টা দিকে রইচবাগ রেল স্টেশন পার হলে হঠাৎ করে ইঞ্জিনে উপর্যুপরি কয়েকটি পাথরের ঢিল পড়ে। এ সময় একটি পাথর ইঞ্জিনের কাচ ভেঙে লিটন হোসেনের মুখে আঘাত হানে। এ সময় ট্রেনটি দাঁড়িয়ে যায়। পরে ট্রেনটি আবারও লালমনিরহাটের উদ্দেশে রওনা করে। 

লালমনিরহাট রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধী শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটি দুঃখজনক। পাথর নিক্ষেপ বন্ধে বিভিন্ন সময় জনসচেতনতা ও সতর্কতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে।’ 

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু