হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় ট্রেনের ২ বগিসহ ইঞ্জিন লাইনচ্যুত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়েছে। এতে লালমনিরহাট-কুড়িগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে লাইনচ্যুতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া রেলওয়ের স্টেশন মাস্টার হোসনে মোবারক। 

স্টেশন মাস্টার হোসনে মোবারক জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বগুড়াগামী কমিউটার ট্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটের দিকে কাউনিয়া স্টেশনে প্রবেশ করছিল। স্টেশনের পূর্বে কেবিন ট্রেনটি ১ নম্বর লাইনে প্রবেশ করার সময় ইঞ্জিনের চাকা রেললাইন থেকে পড়ে যায়। এতে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুতের ঘটনায় লালমনিরহাট-কুড়িগ্রাম রুটের রেললাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই দুই রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনের সংস্কারকাজ চলছে। দুপুরের দিকে সংস্কার শেষ হতে পারে। সংস্কারকাজ শেষ হলে এই রুটে ট্রেন চলাচল শুরু হবে। 

স্টেশন মাস্টার হোসনে মোবারক বলেন, কমিউটার ট্রেনটির ইঞ্জিনের চাকায় ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। এ ছাড়া পূর্বে কেবিনে লাইন চেঞ্জিন পয়েন্ট বাঁকা হওয়ায় কারণেও লাইনচ্যুতের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড