হোম > সারা দেশ > রংপুর

পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ১ 

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস থেকে সাড়ে আঠারো কেজি গাঁজা ও এক বোতল ফেনসিডিলসহ এরশাদুল হক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার বরা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পৌর শহরের বাঁশকাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। 

র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের উপপরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এরশাদুল কুড়িগ্রাম সদরের উত্তর ধরঞ্জয় গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে রোববার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের বাঁশকাটা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় র‍্যাব। এ সময় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে সাড়ে আঠারো কেজি গাঁজা ও এক বোতল ফেনসিডিলসহ এরশাদুলকে আটক করা হয়। 

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন মাদক ব্যবসায়ী চক্রের সঙ্গে তাঁর সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আসামিকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছে। তাঁকে আজ আদালতে পাঠানো হবে।

গঙ্গাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিএনপিতে যোগদান

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা