হোম > সারা দেশ > রংপুর

নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেয়ালে পোস্টার লাগাল বেরোবি ছাত্রলীগ

বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক নম্বর ফটকে পোস্টার লাগানো নিষেধ। দেয়ালের সৌন্দর্যহানি এড়াতে কেউ যাতে পোস্টার না লাগায়, সেই সতর্কতা জানিয়ে সেখানে নোটিশও দেওয়া রয়েছে। তবে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেয়ালে পোস্টার লাগিয়েছে বেরোবি ছাত্রলীগ।

জানা গেছে, ফটকে রং করার পর গত দুই-তিন মাসে সেখানে কোনো পোস্টার লাগায়নি কেউ। কারণ, সেখানে লেখা রয়েছে, ‘দেয়ালে পোস্টার লাগানো নিষেধ, আদেশক্রমে কর্তৃপক্ষ’। তবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কয়েক দিন আগে ছাত্রলীগের কেন্দ্রীয় পোস্টার ১ নম্বর গেটজুড়ে সাঁটিয়ে দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পমেল বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘পোস্টার লাগানোর সময় খেয়াল করা হয়নি। বিষয়টা দেখছি। আইন সবার জন্যই সমান।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম বলেন, ‘ছবিগুলো ফেসবুকে দেখেছি। বিষয়টা আমি দেখছি।’

উল্লেখ্য, দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন-২০১২ অনুযায়ী, নির্ধারিত ব্যক্তি বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো স্থানে দেয়াল লিখন বা পোস্টার লাগানো নিষিদ্ধ।

গঙ্গাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিএনপিতে যোগদান

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা