হোম > সারা দেশ > রংপুর

প্রেমিকা অন্তঃসত্ত্বা জানতে পেরে যুগলকে পুলিশে দিল এলাকাবাসী

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় প্রেমিক যুগলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের পাকুড়িয়া শরীফ ডিগ্রি কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। প্রেমিক যুগল ওই কলেজেরই শিক্ষার্থী।

এলাকাবাসী জানায়, বেতগাড়ি মৌলভীপাড়া গ্রামের মারজান আলীর ছেলে আব্দুর রহমান লিখনের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক রয়েছে। আজ মঙ্গলবার কলেজ শেষে বাড়ি ফেরার পথে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়টি লিখনকে জানায়। এ সময় বাচ্চা নষ্ট করার জন্য টাকা চাইলে লিখন টাকা দিতে অস্বীকার করে। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় স্থানীয় লোকজন তরুণীর অন্তঃসত্ত্বার বিষয়টি জানতে পেরে দুজনকে আটক করে। পরে কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন লিখনকে মারধর করে কলেজে নিয়ে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পাকুড়িয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গনি বলেন, ‘কলেজের বাইরে দুজন শিক্ষার্থীর মধ্যে ঝামেলা হয়েছে। কলেজের অন্য শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন দুজনকে আটক করে আমাদের হেফাজতে দেয়। পরে খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।’

এ বিষয়ে জানতে চাইলে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুজনকে থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে তাদের অভিভাবক ও অধ্যক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার