বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে নীলফামারীর সৈয়দপুরের হাজার হাজার নেতা-কর্মী ব্যাটারিচালিত রিকশা-ভ্যানে রওনা দিয়েছেন। প্রায় ৭০০ রিকশা-ভ্যানের বহরটির নেতৃত্ব দিচ্ছেন সৈয়দপুর জেলা বিএনপির নেতা আব্দুল খালেক ও উপজেলা বিএনপির আহ্বায়ক লোকমান হাকিম। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সৈয়দপুর কামারপুকুর, চিকলী ও খিয়ার জুম্মা নামক স্থান থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দেয় ব্যাটারিচালিত রিকশা-ভ্যানগুলো।
সৈয়দপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার আজকের পত্রিকা’কে জানান, রংপুর পরিবহন মালিক সমিতির ডাকা দুই দিনের ধর্মঘটের কারণে বাস-ট্রাক সড়কে চলাচল না করায় বিকল্প হিসেবে এই পন্থা অবলম্বন করা হয়েছে।
জেলা বিএনপির নেতা আব্দুল খালেক আজকের পত্রিকাকে জানান, ৭০০ রিকশা-ভ্যানের বহরে সৈয়দপুরে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড এবং পৌর বিএনপির শত শত নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। ৫০ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে প্রায় দুই ঘণ্টা সময় লাগবে।
এদিকে মহামাবেশে যোগ দিতে ভোর থেকেই উত্তরের বিভিন্ন জেলা ও উপজেলার দলীয় নেতা-কর্মীরা সৈয়দপুর-রংপুর মহাসড়ক ধরে মাইক্রোবাস, মোটরসাইকেল ও পায়ে হেঁটে যাচ্ছেন।
সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন: