নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কার মঈনূল ইসলাম মঈন ফরহাদ (১৬) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পুটিমারী ইউনিয়নের শ্মশান বাজার পেট্রলপাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ফরহাদ নিতাই ইউনিয়নের হাজীপাড়া গ্রামের আনছার আলীর ছেলে। সে পানিয়ালপুকুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, ফরহাদ পেট্রলপাম্প থেকে মোটরসাইকেলের তেল নেন। এরপর তিনি মোটরসাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময়ে একটি ট্রাক এসে তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ফরহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’