হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে গাঁজা রাখার অভিযোগে কারারক্ষী কারাগারে

নীলফামারী প্রতিনিধি

প্রতীকী ছবি

নীলফামারী জেলা কারাগারে গাঁজাসহ সালমান শাহ (২৮) নামে এক কারারক্ষীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত ৩টার পর দায়িত্ব পালনের জন্য সালমান শাহ কারাগারে প্রবেশের সময় প্রধান ফটকে তার দেহ তল্লাশি করেন সহকারী প্রধান কারারক্ষী শহিদুল ইসলাম। এ সময় তাঁর কাছ থেকে ৮ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার পর জেল সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। পরে বিভাগীয় সিদ্ধান্তে সালমান শাহকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত ও আটক করা হয়। তাকে আরপি গেটের বাইরে রাখা হয় এবং উদ্ধার করা গাঁজাসহ নীলফামারী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক সালমান শাহ বলেন, ব্যক্তিগত ব্যবহারের জন্যই তিনি গাঁজাটি সঙ্গে রেখেছিলেন।

এ বিষয়ে নীলফামারী জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম বলেন, ‘গাঁজা রাখার দায়ে সালমান শাহকে বরখাস্ত ও আটক করা হয়েছে।’

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর সাঈদ জানান, আটক কারারক্ষীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ডিমলায় সার না পেয়ে ডিলারের গুদাম ভাঙচুর-লুট

নীলফামারীতে ট্রাকচাপায় নৈশপ্রহরী নিহত

শ্রমিক নেতাকে মারধর, রংপুর-নীলফামারী বাস চলাচল বন্ধ

লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস, ভাইভায় ধরা খেলেন দুই পরীক্ষার্থী

পলিনেট হাউসে কৃষিতে নতুন দিগন্ত, বছরে সোহেলের লাভ ১০ লাখ টাকা

রেলের জমি দখল করে ভবন, সাবেক কাউন্সিলর-প্রকৌশলীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বাবার বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল নারীর

নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কেঁচো সার উৎপাদনে স্বাবলম্বী ডিমলার একাদশী

সৈয়দপুরে বাসচাপায় ভ্যানচালক নিহত