নীলফামারী জেলা কারাগারে গাঁজাসহ সালমান শাহ (২৮) নামে এক কারারক্ষীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সূত্র জানায়, মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত ৩টার পর দায়িত্ব পালনের জন্য সালমান শাহ কারাগারে প্রবেশের সময় প্রধান ফটকে তার দেহ তল্লাশি করেন সহকারী প্রধান কারারক্ষী শহিদুল ইসলাম। এ সময় তাঁর কাছ থেকে ৮ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার পর জেল সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। পরে বিভাগীয় সিদ্ধান্তে সালমান শাহকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত ও আটক করা হয়। তাকে আরপি গেটের বাইরে রাখা হয় এবং উদ্ধার করা গাঁজাসহ নীলফামারী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক সালমান শাহ বলেন, ব্যক্তিগত ব্যবহারের জন্যই তিনি গাঁজাটি সঙ্গে রেখেছিলেন।
এ বিষয়ে নীলফামারী জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম বলেন, ‘গাঁজা রাখার দায়ে সালমান শাহকে বরখাস্ত ও আটক করা হয়েছে।’
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর সাঈদ জানান, আটক কারারক্ষীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।