হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে চার স্থানে রেললাইনে ফাটল, বিঘ্ন ট্রেন চলাচল 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীতে রেললাইনে চারটি স্থানে ফাটল দেখা দিয়েছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার একটি ও সৈয়দপুর উপজেলায় তিনটি স্থানে এ ঘটনা ঘটে। এতে রাজশাহী-চিলাহাটি ও খুলনা-চিলাহাটি রুটে সকাল থেকে বিকেল পর্যন্ত ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। অন্যদিকে রেললাইন কাটা দেখে নাশকতার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। 

রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সকালে সদর উপজেলার তরুণীবাড়ি বড় পুল রেলক্রসিংয়ের কাছে, সৈয়দপুর উপজেলার রেলওয়ে স্টেশনের উত্তরদিকে গোলাহাট কবরস্থান এলাকায় একটি স্থানে ও ঢেলাপির এলাকায় দুটি স্থানে ফাটল দেখতে পান স্থানীয়রা। এ ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

পরে খবর পয়ে রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগের রেলকর্মীরা সেখানে উপস্থিত হন। এতে চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস, রাজশাহী থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রেস ও ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেন নির্ধারিত গতির চেয়ে খুব কম গতিতে চলাচল করে। পরে ফেটে যাওয়া লাইনে নতুন লাইন প্রতিস্থাপন করা হলে বিকেলের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, ‘নাশকতার জন্য লাইন কাটেনি, এটা ফেটে গেছে। রেলে নাশকতার কারণে সবার নজর রেললাইনের দিকে। তাই আতঙ্কিত হচ্ছেন সবাই। রেললাইন জুড়ে অতিরিক্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।’ 

সৈয়দপুর রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা বলেন, ‘রেললাইন কেউ কাটেনি ওইদিন সকালে চার স্থানে ফাটল দেখা দিয়েছে। যা স্বাভাবিক বিষয়। এর কয়েক দিন আগেও চারটি ফাটল ছিল। রেলকর্মীরা, যথারীতি লাইন চেক করে ও এই ফাটলগুলো মেরামত করেন।’ 

সৈয়দপুর রেলস্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম রতন বলেন, ‘শীতে কুয়াশারর কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় তার ওপর আবার রেললাইনে ফাটল। আজ এ রুটে সবগুলো ট্রেন প্রায় তিনঘন্টা বিলম্বে চলাচল করছে।’

ডিমলায় সার না পেয়ে ডিলারের গুদাম ভাঙচুর-লুট

নীলফামারীতে ট্রাকচাপায় নৈশপ্রহরী নিহত

শ্রমিক নেতাকে মারধর, রংপুর-নীলফামারী বাস চলাচল বন্ধ

লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস, ভাইভায় ধরা খেলেন দুই পরীক্ষার্থী

পলিনেট হাউসে কৃষিতে নতুন দিগন্ত, বছরে সোহেলের লাভ ১০ লাখ টাকা

রেলের জমি দখল করে ভবন, সাবেক কাউন্সিলর-প্রকৌশলীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বাবার বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল নারীর

নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কেঁচো সার উৎপাদনে স্বাবলম্বী ডিমলার একাদশী

সৈয়দপুরে বাসচাপায় ভ্যানচালক নিহত